১৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ জাতিসংঘে জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়ালড হেইম এর বিবৃতি
জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়ালড হেইম জাতিসংঘে বলেছেন বাংলাদেশে পুনর্গঠনে ৪১১ কোটি টাকার প্রয়োজন হবে। দেশে শরণার্থীরা আসার পর দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। দেশে এখন দু লাখ টন খাদ্য মজুত আছে। তিনি বলেন গত মৌসুমে ফসলহানী হওয়ায় সাড়ে তিন লাখ টন খাদ্য মজুদ কম হয়েছে। মজুদ খাদ্য এর ২০ ভাগ খাদ্য খাওয়ার উপযোগী নয়। তিনি বলেন জাতিসংঘের ভাড়া করা নৌযানে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টন খাদ্য শস্য দেশের অভ্যন্তরে যাচ্ছে। ৪০০ ট্রাক খাদ্য পরিবহনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন এ কাজে জাতিসংঘের মূলধন ফুরিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের পুনর্গঠনে জাতিসংঘের মাধ্যমে সাহায্য করার জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি অনুরোধ জানিয়েছেন।