১৬ ফেব্রুয়ারী ১৯৭২ঃ মিরপুরে ব্যাপক তল্লাশী
মিরপুরের ১১ ও ১২ নং সেকশনে অস্র উদ্ধারের জন্য বড় ধরনের তল্লাশী করা হয়েছে। এবার অস্র তেমন না পেলেও অনেক সন্দেহভাজন আসামী ধরা হয়। এ অভিযানে বিহারী পুরুষদের বাড়ীর বাহিরে এনে একত্র করা হয়। সেখানে পুলিশ ও স্থানীয় মুক্তিবাহিনী দ্বারা যাচাই করে কিছু সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে চালান দেয়া হয়।