You dont have javascript enabled! Please enable it! ১৬ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন - সংগ্রামের নোটবুক

১৬ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন

গত সপ্তাহে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারনে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নির্দেশ পুলিশ তৎপরতা জোরদার করা হয়। পুলিশ এদিন বেশ কিছু অস্র উদ্ধার করে। তারা জন ভুয়া মুক্তিযোদ্ধা গ্রেফতার করে। ঢাকার থানা এবং ফাঁড়ি গুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশকে স্বয়ংক্রিয় অস্র দেয়া হয়েছে।
জাপানের সদস্য বিশিষ্ট শুভেচ্ছা মিশন দলের ঢাকা আগমন।
জাপানের প্রধানমন্ত্রী সাতো জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টোর মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত সোভিয়েত রাষ্ট্রদুত ভারতের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ।
পিলখানায় সাবেক ইপিআর কতক গণবাহিনীর সদস্যদের বিদ্রোহ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদ্রোহ দমন।
ভৈরবে সাইদুল বাহিনী জিল্লুর রহমানের কাছে অস্র সমর্পণ করেছেন।
সোভিয়েত বাণিজ্য প্রতিনিধি দলের বন্যা নিয়ন্ত্রন মন্ত্রী মোস্তাকের সাথে সাক্ষাৎ।
ছাত্রলীগের একুশের অনুষ্ঠানমালার প্রথম দিন। হাসপাতাল থেকে এসে আসম রব নূরে আলম সিদ্দিকির অনুষ্ঠানে যোগদান