You dont have javascript enabled! Please enable it! 1972.02.18 | ১৮ ফেব্রুয়ারী ১৯৭২ মুক্তিযোদ্ধাদের বিনা ভাড়ায় পরিবহনে উঠতে দেয়া হবেনা - বঙ্গবন্ধু - সংগ্রামের নোটবুক

১৮ ফেব্রুয়ারী ১৯৭২ সংবাদ

প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেছেন কাউকেই গন পরিবহণে বিনা ভাড়ায় চড়তে দেয়া হবে না। কেউ এ নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি দেয়া হবে। আজ সচিবালয়ে বাস কর্মচারীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী সচিবালয়ের কাছে আসা শ্রমিকদের উদ্দেশে ভাষণও দেন। পরে শ্রমিকরা দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
অস্ট্রেলিয়ার এমপি কেই বিজিল এবং ভারতের হিম্মত পত্রিকার সম্পাদক আরএম লালা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।
গতকাল পুলিশ অস্র সহ ১৮ জন ভুয়া মুক্তিযোদ্ধা গ্রেফতার করে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি সৈয়দ আহসান আলী দেশ থেকে মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ছাত্রলীগের ৪ নেতা এবং ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক দৈনিক বাংলার সাথে সাক্ষাৎকারে মাদ্রাসা শিক্ষা সংস্কারের প্রস্তাব করেছিলেন।
ভাষার মাস শুরুতে ছাত্র ইউনিয়ন সকল গাড়ীর নম্বর প্লেট বাংলায় করার দাবীতে গাড়ীতে নম্বর প্লেটে কালি দ্বারা মুছে দিচ্ছে।
মওলানা ভাসানী যুবলীগ নামে সংগঠন গড়ে তুলছেন এমন খবরের প্রতিবাদ করছেন যুবলীগ সভাপতি খোন্দকার মঞ্জুরে মওলা।
নোটঃ ১) সারা দেশে অনেক মুক্তিযোদ্ধারা বাস ভাড়া দেন না এবং এ নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং সম্প্রতি কুমিল্লায় এক বাস কর্মচারীকে মুক্তিযোদ্ধারা পিটিয়ে মারার জের ধরে ধর্মঘট ডাকার পর সালিশে শেখ মুজিব কথা বলেন।
২) অস্র সহ প্রকৃত মুক্তিযোদ্ধা ধরা পরলেও মিডিয়ায় তাদের ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করা হয়।
৩) তখন আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা হয়নি।