১৫ ফেব্রুয়ারী ১৯৭২ সংবাদ
এক বেতার ভাষণে শেখ মুজিবুর রহমান বলেছেন একুশের আন্দোলন ছিল স্বাধীনতা আন্দোলন
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সার্জেন্ট জহুরুল হকের মাজারে ফাতেহা পাঠ করেছেন।
সচিবালয়ের দক্ষিনে রেলওয়ের জায়গায় জাতীয় স্মৃতিসৌধ স্থাপনের সিদ্ধান্ত
পাক বাহিনীর সহযোগী শাহ আজিজুর রহমান গ্রেফতার হয়েছেন।
বাংলাদেশ নৌ বাহিনী চট্টগ্রাম নৌ ঘাঁটির দায়িত্ব বুঝে নিয়েছে।
বন্যা নিয়ন্ত্রন মন্ত্রী খোন্দকার মোস্তাক আহমদ ভারতের চার্জ দ্যা এফেয়ারস দীক্ষিতের সাথে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রনে ভারতীয় সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা করেছেন।
মওলানা ভাসানী সমাজ বিরোধী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
সফররত মার্কিন সিনেটর কেনেডী বাংলাদেশ ত্যাগ করেছেন।
জহুরুল হক দিবসে বাংলাদেশ ছাত্রলীগ একটি শোভাযাত্রা করে। হাসপাতাল থেকে এসে এ শোভাযাত্রায় অংশ নেন ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী
কৃষি মন্ত্রী শেখ আজিজ ময়মন সিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন করেন।
কেনেডির ব্যস্ততা ও বাংলাদেশ ত্যাগ
সফররত মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি আজ প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরীর সাথে দেখা করেছেন। এর আগে কেনেডি আদমজীতে অবাঙ্গালীদের অবস্থা দেখতে যান। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে যান।
বিকেলে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।