You dont have javascript enabled! Please enable it! 1972.02.14 | বাঙ্গালী নাকি বাংলাদেশী? | বাংলাদেশিদের নাগরিকত্ব হবে "বাঙ্গালী" - মন্ত্রীসভায় সিদ্ধান্ত  - সংগ্রামের নোটবুক

১৪ ফেব্রুয়ারী ১৯৭২ সংবাদ | বাংলাদেশিদের নাগরিকত্ব হবে “বাঙ্গালী” – মন্ত্রীসভায় সিদ্ধান্ত

সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী গনবাহিনীর(সকল) সদস্যদের বীরত্ব এর জন্য চারটি খেতাব নির্ধারণ করেছেন।
খুলনায় ট্রানজিট ক্যাম্পে দেশে প্রত্যাগত শরণার্থীদের মধ্যে বসন্তের প্রকোপে ৭০ জন শরণার্থী মারা গিয়েছে। এরা সকলেই কলকাতার সল্ট লেকের শরণার্থী। তারা সেখান থেকে বসন্তে আক্রান্ত হয়েই এখানে এসেছিল।
চট্টগ্রাম শহর আওয়ামী লীগের মহিলা শাখা বীরাঙ্গনাদের পুনর্বাসনের কর্মসূচী নিয়েছে। এ উদ্দেশে একটি কমিটি গঠন করা হয়। এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্জিয়া ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপরিষদ সদস্য নুরজাহান মুরশেদ। কমিটির আহ্বায়ক হন তোহফাতুন নেছা যুগ্ন আহ্বায়ক হন মিসেস মওলা।
বিবিসির বাংলা বিভাগের প্রধান সিরাজুর রহমান আজ পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাক্ষাৎকার ধারণ করেছেন।
সুবিমল দত্ত আজ বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।
সরকারী অফিসের সময় সূচী পরিবর্তন করা হয়েছে। এখন অফিসের সময়সূচী ৯ টা – ৫ টা।

ভাসানীকে দেখতে হাসপাতালে তাজ উদ্দিন সৈয়দ নজরুল

অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমদ এবং শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম পিজি হাসপাতালে চিকিৎসাধীন মওলানা ভাসানীকে দেখতে গিয়েছিলেন। তারা একই হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা আসম রব এবং নুরে আলম সিদ্দিকিকে দেখতে যান। অসুস্থ অবস্থায় তারা কেনেডির অনুষ্ঠান সূচীতে উপস্থিত ছিলেন এবং পরে তারা হাসপাতালে ফিরে আসেন।
হাসপাতালে চিকিৎসাধীন মওলানা ভাসানী চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের কাছে লিখা এক চিঠিতে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আহবান জানান।