You dont have javascript enabled! Please enable it! হেমচন্দ্র বসাক (বলাই) - সংগ্রামের নোটবুক
হেমচন্দ্র বসাক (বলাই)
হেমচন্দ্র বসাকের জন্ম বাংলা ১৩১৬ সনের আশ্বিন মাসে, নাটোরে। তার বাবার নাম ডা, পূর্ণচন্দ্র বসাক এবং মায়ের নাম কালী দাসী। তিন ভাই ও দুই বােনের মধ্যে হেমচন্দ্র ছিলেন সবার বড়। তার ডাকনাম বলাই। হেমচন্দ্র ১৯২৫ সালে নাটোরের মহারাজা জে. এন. উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তার পরের পড়াশােনা কলকাতায়। সেখান থেকেই তিনি এল, এম. এফ. পাস করেন। হেমচন্দ্র বসাক তকালীন নাটোর মহকুমার সদর হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। তিনি একজন শিক্ষাব্রতী ছিলেন। হেমচন্দ্র বিভিন্ন সময় মহারাজা জে. এন উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্পাদক এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি থানা কাউন্সিল ও মাইনরিটি বাের্ডের সদস্য ছিলেন। এছাড়া তিনি নাটোর পৌরসভার কমিশনারের দায়িত্বও পালন করেছেন। নাটোর শিল্পকলা একাডেমির সাথেও তিনি যুক্ত ছিলেন। ১৯৭১ সালের ১৬ এপ্রিল কর্মরত অবস্থায় নাটোরের পাকিস্তানপন্থি অবাঙালিদের হাতে হেমচন্দ্র নিহত হন। শােনা যায়, নাটোর পি. টি. আই. ক্যাম্পাসে তার লাশ মাটিচাপা দেওয়া হয়। হেমচন্দ্র বসাক বলাই বিবাহিত ছিলেন এবং তিনি তিন ছেলে ও তিন মেয়ের বাবা ছিলেন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা