হীরেন্দ্র মহাজন চৌধুরী
হীরেন্দ্র মহাজন চৌধুরী ১৯২৪ সালে চট্টগ্রাম জেলার রাউজান থানার আঁধারমানিক গ্রামে জন্ম নেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ২২ বছর বয়সে তিনি ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীতে যােগ দেন। তিনি সেনাবাহিনীতে বহুবার পুরস্কৃত হয়েছেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পুলিশ। বাহিনীতে যােগ দেন। তাঁর প্রথম নিয়ােগ হয় কুষ্টিয়া পুলিশ স্টেশনে। ১৯৭১ সালে তিনি পিরােজপুর দুর্নীতি দমন ব্যুরাের দায়িত্বে ছিলেন। তিনি প্রায়ই বলতেন, “Try to do something for distressed people.” আর্তমানবতার পাশে দাঁড়ানােই ছিল তাঁর জীবনের ব্রত। হীরেন্দ্র মহাজন চৌধুরী ছিলেন পিরােজপুর মুক্তিবাহিনীর সংগঠক ও প্রশিক্ষক। ১৯৭১ সালের ২৬ মে পাকবাহিনীর সদস্যরা তাকে পরগনার গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। জানা যায়, তার কর্মস্থল পিরােজপুরের জনৈক দারােগা শামসু মিয়া তাঁকে গ্রেফতার করে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের হাতে তুলে দেয়। এরপর নদীর ধারে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। হাতে গুলি লাগলে তিনি নদীতে ঝাপিয়ে পড়েন এবং সাঁতরে পাশের গ্রামের এক জলাশয়ে গিয়ে আশ্রয় নেন। এ সময় স্থানীয় শান্তিকমিটির চেয়ারম্যান আফজাল মিয়ার সহকারী তাজেল মুহুরী তাঁকে দেখে ফেলে এবং পাকবাহিনীর কাছে খবর পাঠায়। হীরেন্দ্র মহাজন বাঁচার আশায় পাশের গ্রামের জয়নুদ্দীন মিয়ার বাড়িতে এক জলাশয়ে কচুরিপানার নিচে আত্মগােপন করে থাকলেও শেষ পর্যন্ত রেহাই পাননি। সেখানেই তাঁকে হত্যা করা হয়।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা