হাসিবুর রহমান
হাসিবুর রহমানের জন্ম ১৯৩২ সালে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলকান্দি গ্রামের সম্রান্ত মিয়া বাড়িতে। তার বাবার নাম আব্দুর রহমান। হাসিবুরের ডাকনাম ফারুক। বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক হাসান হাফিজুর রহমান তার ভাই। এল, এম, এফ, পাস করে তিনি নিজের এলাকায় ডাক্তারি শুরু করেন। তিনি দীর্ঘ আট বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালে ডা. হাসিবুর রহমান ১ নম্বর কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় তিনি এলাকার তরুণ-যুবকদের সংগঠিত করে প্রশিক্ষণের জন্য ভারতে পাঠান। ১৯৭১ সালের ৮ জুলাই পাকসেনা ও রাজাকাররা ডা, হাসিবুর রহমান, তার ভাই কায়সার আমিনুর রহমান ও তার চাচা শাহজাহানসহ মােট ১১ জনকে ধরে নিয়ে যায়। হাসিবুর রহমানসহ তাদের সবাইকে খানপাড়া টি. কে. প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গুলি করে হত্যা করা হয়। শহীদ হাসিবুর রহমানের স্ত্রীর নাম মােসাম্মৎ রিজিয়া আক্তার। তাদের সংসারে চার ছেলে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা