You dont have javascript enabled! Please enable it! সেকান্দার হায়াত চৌধুরী - সংগ্রামের নোটবুক
সেকান্দার হায়াত চৌধুরী
শহীদ বুদ্ধিজীবী বদরুল হক চৌধুরীর সন্তান সেকান্দার হায়াত চৌধুরী। বাবার কর্মস্থলের সুবাদে সেকান্দার হায়াত চৌধুরীর জন্ম ভারতের টাটানগরে। টাটানগরের গােলমােরি হাই স্কুলে তার পড়াশােনা শুরু। বদরুল হক ময়মনসিংহে চলে আসার পর সেকান্দার হায়াত ভর্তি হন ময়মনসিংহ জিলা স্কুলে। পরে এডওয়ার্ড স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। পাকিস্তান বিমানবাহিনীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যােগ দেওয়ার জন্য তিনি মনােনীত হন। পাকিস্তানের কোহাটে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। কিন্তু। বাঙালিদের প্রতি পাকিস্তানিদের বৈষম্যমূলক মনােভাবের কারণে মাত্র নয় মাস । প্রশিক্ষণ নিয়েই তিনি দেশে চলে আসেন। পরে আর ফিরে যাননি। দেশে ফিরে সেকান্দার আনন্দ মােহন কলেজ থেকে আই. এসসি, পাসের। পর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৭০ সালে তিনি রেলওয়ে বিভাগের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে যােগ দেন। তাকে প্রশিক্ষণের জন্য পাঠানাে হয় সৈয়দপুর জংশনে। মুক্তিযুদ্ধের প্রথম দিকে সেখানেই তিনি শহীদ হন। তাঁর মৃত্যু সম্পর্কে আর কোনাে তথ্য পাওয়া যায়নি।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা