সুধীরকুমার ঘােষ
সুধীরকুমার ঘােষ ১৯১৫ সালে যশাের শহরের বেজপাড়ায় জন্ম নেন। তার বাবার নাম শরৎচন্দ্র ঘােষ। সুধীরকুমার ঘােষ ছিলেন পেশায় কাঠ ব্যবসায়ী। কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল। খেলােয়াড় এবং শরীরচর্চাবিদ হিসাবেও তিনি সুপরিচিত ছিলেন। সুধীর নিজের বাড়িতে একটি শরীরচর্চা কেন্দ্র স্থাপন করেছিলেন। তিনি যশাের সিটি কলেজ, যশাের পাবলিক লাইব্রেরি ইত্যাদি প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও যশােরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি আর্থিক সহায়তা করেছেন। তিনি সনাতন ধর্ম সংঘ’ ও ‘শরীর চর্চা’ বিষয়ে দুটি বই লিখেছিলেন। ১৯৭১ সালের ২৮ মার্চ পাক হানাদার বাহিনী সুধীরকুমার ঘােষের বাড়ি ঘেরাও করে তার ছেলে সত্যব্রত ঘােষসহ তাকে ধরে নিয়ে যায়। জানা যায়, যশাের। সেনানিবাসে তাঁদের অমানুষিক কষ্ট দিয়ে হত্যা করা হয়। সুধীরকুমার ঘােষ ১৯৪০ সালে বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম কনকলতা দেবী। তাদের সংসারে চার ছেলে ও চার মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা