সুধিশ মণ্ডল সাহা
সুধিশ মণ্ডল সাহা ১৯২০ সালের ১ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বল্লা গ্রামে জন্ম নেন। তার বাবার নাম অশ্বিনীকুমার সাহা। সুধিশ মণ্ডল সাহা এল, এম, এফ. পাস করে ডাক্তারি শুরু করেন। তিনি ১৯৭১ সালের ১২ অক্টোবর পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত হন। শহীদ সুধিশ মণ্ডল সাহা বিবাহিত ছিলেন। তার সংসারে দুই ছেলে ও দুই মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা