সুনীলবরণ চক্রবর্তী
সুনীলবরণ চক্রবর্তীর জন্ম বরিশালে। তিনি এম. এ. পাসের পর রংপুর কারমাইকেল কলেজে দর্শন বিভাগে প্রভাষক হিসাবে যােগ দেন। ১৯৭১ সালের ৩০ এপ্রিল রাতে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে অতর্কিতে হানা। দেয় পাকবাহিনী কনভয়। কারমাইকেল কলেজের ইসলামী ছাত্র সংঘের তৎকালীন নেতা এ. টি, এম, আজহারুল ইসলাম ছিলেন হানাদারদের সহযােগী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত থেকে জানা গেছে, ১৯৭১ সালের ৩০ এপ্রিল রাতে আজহারুলের কাছ থেকে খবর পেয়ে পাকিস্তানি সেনাবাহিনী রাত ৯টার দিকে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে হানা দেয়। হানাদাররা একে একে ধরে নিয়ে আসে। সুনীলবরণ চক্রবর্তী, রামকৃষ্ণ অধিকারী, চিত্তরঞ্জন রায় এবং কালাচাদ রায় ও তার স্ত্রী মঞ্জুশ্রী রায়কে। এছাড়া ধরে আনা হয় রসায়নের অধ্যাপক আবদুর রহমান এবং উর্দু সাহিত্যের অধ্যাপক শাহ মাে. সােলায়মানকে। পাকিস্তানি সেনারা তাদের সবাইকে রংপুর-বগুড়া মহাসড়কের দমদমা ব্রিজের কাছে নিয়ে হত্যা করে। সুনীলবরণ চক্রবর্তীসহ শহীদ শিক্ষকদের স্মরণে স্বাধীনতার ৪১ বছর পর কারমাইকেল কলেজে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা