You dont have javascript enabled! Please enable it!
সিদ্দিক আহমদ
সিদ্দিক আহমদ ছিলেন ঢাকার সায়েন্স ল্যাবরেটরির ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা। মুক্তিযুদ্ধ শুরুর আগে আগে তিনি সুইডেন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনউদ্দিনের সাথে ড. সিদ্দিক আহমদকেও তুলে নিয়ে যায় আলবদর বাহিনী। ড. সিদ্দিক এবং ড. আমিনউদ্দিন থাকতেন সায়েন্স ল্যাবরেটরি স্টাফ কোয়ার্টার্সের বি-১৯ নম্বর ভবনে। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় কারফিউর মধ্যে তাদের বাসভবনে সশস্ত্র আলবদর বাহিনী হানা দেয়। ড. আমিনউদ্দিন ও ড. সিদ্দিক আহমদকে তারা ধরে নিয়ে যায়। এ ঘটনার বিবরণ জানা যায় ড, আমিনউদ্দিনের স্ত্রী সুরাইয়া আমিনের ‘আমার স্বামী’ রচনা থেকে। শহীদ ড. সিদ্দিক আহমদ ভালােবেসে একজন সুইডিশ নারীকে বিয়ে করেছিলেন। ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নিয়েছিলেন ফাতেমা’। তাদের একটি ছেলে জন্মায়, তার নাম রেখেছিলেন ‘ওমর’। স্বাধীনতার পর সিদ্দিকের স্ত্রী ও ছেলে সুইডেন ফিরে যায়।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!