সামছুদ্দিন আহমেদ
সামছুদ্দিন আহমেদের জন্ম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের পাশে নূর নগর গ্রামে। ছােটবেলায় তিনি বাবা-মাকে হারিয়ে বড় ভাইয়ের পরিবারে মানুষ হয়েছেন। শিক্ষাজীবন শেষে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যােগ দিয়েছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর তিনি রেলওয়েতে যােগ দেন। কিছুদিন তিনি সৈয়দপুর রেলস্টেশনে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তার কর্মস্থল ছিল তিলকপুর। মুক্তিযুদ্ধের শুরুর দিকে সামছুদ্দিন কাজে যাওয়া বন্ধ করে দেন, কিন্তু অব্যাহত চাপের মুখে অবশেষে কাজে যােগ দেন। ১৯৭১ সালের ২২ জুলাই তিনি তিলকপুর রেলস্টেশনে গেলে পাকিস্তানি সেনাবাহিনী ও অবাঙালিরা তাকে ধরে রেলের বগিতে তুলে নেয়। এরপর থেকে তার পরিবারের সদস্যরা সামছুদ্দিন আহমেদের আর কোনাে খোঁজ পাননি। শহীদ সামছুদ্দিন আহমেদ বিবাহিত ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা