সাধু ভূঞা
সাধু ভূঞা জন্ম ১৮৯৬ সালে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগীতি ইউনিয়নের কাশিনগরে। তার বাবার নাম দোহাই ভূঞা। সাধু ভূঞা কাশিনগর গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার অবদান আছে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযােদ্ধাদের নানাভাবে সহযােগিতা করেন। ১৯৭১ সালের ২৭ অক্টোবর সাধু ভূঞা পাকবাহিনীর হাতে শহীদ হন। শহীদ সাধু ভূঞা বিবাহিত ছিলেন এবং তার দুই ছেলে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা