You dont have javascript enabled! Please enable it!
সরােজকুমার নাথ অধিকারী
সরােজকুমার নাথ অধিকারী ১৯৩৮ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলার পলাশ উপজেলার মূলপাড়া গ্রামে জন্ম নেন। তার বাবার নাম মােহন নাথ অধিকারী। নানা প্রতিকূলতা মােকাবেলা করে সরােজ লেখাপড়া করেছেন। তিনি ১৯৫৩ সালে ম্যাট্রিক এবং ১৯৫৭ সালে আই, কম, পাস করেন। এরপর তিনি নরসিংদীর গয়েশপুর বিদ্যালয়ে। শিক্ষকতায় যােগ দেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তৎকালীন জগন্নাথ কলেজ। থেকে ১৯৬০ সালে বি, কম, পাস করেন। সরােজকুমার ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম. এ. ডিগ্রি পান। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এম. কম, পাস। করেন। এম. এ. ডিগ্রি পাওয়ার পর ১৯৬৩ সালে তিনি কিশােরগঞ্জের বাজিতপুর কলেজে অর্থনীতির প্রভাষক নিযুক্ত হন। ১৯৬৪ সালে তিনি নরসিংদী কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসাবে যােগ দেন। সরােজ শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বামপন্থি রাজনীতির সাথে জড়িত ছিলেন। ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। সরােজকুমার নাথ অধিকারী প্রশ্নোত্তরে বাণিজ্যিক আইন’ নামে একটি বই। লিখেছিলেন। তিনি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকিস্তানি সেনারা সরােজকুমার নাথ এবং অধ্যাপক রাধা গােবিন্দ সাহাসহ নরসিংদী কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীকে নরসিংদীর টেলিফোন এক্সচেঞ্জ ভবনে সেনা ক্যাম্পে ধরে নিয়ে যায়। জানা যায়, গভীর রাতে নরসিংদী শহরের অদূরে পাঁচদোনা লােহার পুলের কাছে তাদের হত্যা করা হয়। সরােজকুমার নাথ অধিকারী বিবাহিত ছিলেন। তাঁর স্ত্রী ও এক সন্তান ছিল।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!