সন্তোষ কুমার দাস
সন্তোষ কুমার দাসের জন্ম ১৯৪৮ সালের ৪ জানুয়ারি। তার বাবার নাম বরদাকান্ত দাস। দর্শনশাস্ত্রে এম. এ. পাস করার পর সন্তোষ ১৯৬২ সালে শিক্ষকতায় যুক্ত হন। তিনি গােপালগঞ্জের কায়েদে আযম মেমােরিয়াল কলেজে (বর্তমানে সরকারি বঙ্গবন্ধু কলেজ) মৃত্যুর পূর্ব পর্যন্ত অধ্যাপনা করেছেন। এই কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন। অধ্যাপক সন্তোষ কুমার দাস দর্শন বিষয়ে কয়েকটি বই লিখেছেন। এগুলাের মধ্যে ‘অ্যাসেনশিয়ালস অব ফিলসফি’, ‘অ্যাসেনশিয়ালস অব এথিকস’ এবং ‘অ্যাসেনশিয়ালস অব ইন্ডিয়ান ফিলসফি’ উল্লেখযােগ্য। ১৯৭১ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাক হানাদার বাহিনী গােপালগঞ্জ শহর আক্রমণ করে। প্রাণ বাঁচাতে আরও অনেকের সাথে সন্তোষ কুমার দাস শহর ছেড়ে পাশের গ্রাম মানিকহারে পৌছান। কিন্তু সেখানেই তিনি পাকবাহিনীর গুলিতে শহীদ হন। | সন্তোষ কুমার দাস বিবাহিত ছিলেন। তার চার ছেলে ও এক মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা