শিরু মিয়া
শিরু মিয়া পুলিশ বাহিনীতে কাজ করতেন। ১৯৭১ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে ঢাকার মােহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন। মার্চের শুরু থেকেই তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন শুরু করেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি কুমিল্লায় চলে যান। এবং সেখানে মুক্তিযােদ্ধাদের প্রশিক্ষণ দেন। শিরু মিয়া ভারত থেকে অস্ত্র আনাসহ মুক্তিযােদ্ধাদের কাছে প্রয়ােজনীয় তথ্য পৌছে দিতেন। ১৯৭১ সালের ২৭ অক্টোবর, ভারতে যাওয়ার সময় দাউদকান্দিতে তিনি তার ৯ বছরের ছেলে কামালসহ পাকিস্তানিদের হাতে আটক হন। প্রথমে তাদের টর্চার সেলে এবং পরে কুমিল্লা জেলে নেওয়া হয়। জেলে থাকা অবস্থায় কামাল তার মাকে এক মর্মস্পর্শী চিঠি লেখেন। ২১ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা তিতাস নদীর পাড়ে ব্রাশফায়ার করে ছেলে কামালসহ শিরু মিয়াকে হত্যা করে। তাদের লাশ পাওয়া যায়নি।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা