শিবাজীমােহন চৌধুরী
শিবাজীমােহন চৌধুরী পাবনা শহরের গােপালচন্দ্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন। সাহিত্যিক রশীদ হায়দারের স্মৃতিচারণ থেকে জানা যায়, পাকিস্তানি হানাদার এবং তাদের দোসরদের হাত থেকে বাচার জন্য শিবাজীমােহন মুসলমান হয়ে ‘সিরাজুল ইসলাম’ নাম নিয়েছিলেন। ১৯৭১ সালের অক্টোবর মাসে রশীদ হায়দার পাবনা শহরে গেলে তার সাথে দেখা হয় শিবাজীমােহন চৌধুরীর। এরপর তার আর কোনাে খোজ জানা যায়নি। ধারণা করা হয়, ১৯৭১ সালের অক্টোবরের পর কোনাে এক সময় তাকে হত্যা করা হয়েছে। শহীদ শিবাজীমােহন চৌধুরী সম্পর্কে আর কোনাে তথ্য পাওয়া যায়নি।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা