শিকদার হেদায়েতুল ইসলাম
শিকদার হেদায়েতুল ইসলামের জন্ম ১৯৩৪ সালে নড়াইলের লােহাগড়ার ইতনা গ্রামে। তাঁর বাবার নাম মাে. আব্দুল করিম শিকদার। শিকদার হেদায়েতুল ইসলাম ১৯৫৩ সালে বি. এ. পাস করেন। ১৯৫৪ সালে তিনি যশাের জেলার মনিরামপুর থানার রাজঘাট বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। হেদায়েতুল ১৯৫৫ সালে সেটেলমেন্ট ইনসপেক্টর হিসাবে কাজে যােগ দেন এবং পরবর্তীতে তিনি আর, সি, ও, পদে উন্নীত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরকারি চাকরি ছেড়ে গ্রামে চলে আসেন এবং মুক্তিযুদ্ধে জড়িত হন। ১৯৭১ সালের ১৫ মে, পাকবাহিনী ইতনা গ্রামে আক্রমণ করে। পাকবাহিনী ইতনা গ্রামে গণহত্যা চালিয়ে কমপক্ষে দেড়শ জনকে হত্যা করে। শিকদার হেদায়েতুল ইসলামও এখানে শহীদ হন। শহীদ শিকদার হেদায়েতুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে জীবিত ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা