You dont have javascript enabled! Please enable it!
শাহনেওয়াজ ভূইয়া
শাহনেওয়াজ ভূইয়ার জন্ম ময়মনসিংহ জেলার নান্দাইলে, ১৯০৩ সালের ১৪ মার্চ। তার বাবার নাম ছাবিদ আলী ভূইয়া। শাহনেওয়াজ ভূইয়া ১৯২৪ সালে নান্দাইল থানা কংগ্রেসের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ব্রিটিশবিরােধী স্বাধীনতা সংগ্রামের একজন কর্মী হিসাবে তিনি সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যুক্ত হন। ১৯৫৪ সালে তিনি নান্দাইল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন এবং ১৯৭১ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন নান্দাইল নাট্যগােষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯২৫ থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি এর সভাপতির দায়িত্ব পালন করেন। শাহনেওয়াজ ক্লাব, নৈশবিদ্যালয় এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
মুক্তিযুদ্ধ শুরু হলে নান্দাইলের যুবকদের মুক্তিযােদ্ধা হিসাবে গড়ে তুলেছেন শাহনেওয়াজ ভূইয়া। ১৯৭১ সালের ১৭ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর এ দেশীয় সহযােগী রাজাকাররা তাকে হত্যা করে। এ খবর পেয়ে তার বাবা ছাবিদ আলী হৃদরােগে আক্রান্ত হয়ে মারা যান। রাজাকার বাহিনী তাদের বাড়ি লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।  শহীদ শাহনেওয়াজ ভূইয়ার স্ত্রীর নাম হালিমা খাতুন। তাদের দুই ছেলে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্যে তাদের ছেলে গাজী আবদুস সালাম ভূইয়া (এ. এস, ভূইয়া) বীরপ্রতীক খেতাব পেয়েছেন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!