শাহ মাে. সােলায়মান
শাহ মাে. সােলায়মানের জন্ম দিনাজপুরে। তিনি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের উর্দু সাহিত্যের সহকারী অধ্যাপক। ১৯৭১ সালের ৩০ এপ্রিল রাতে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে হানা দেয়। পাকবাহিনীর কনভয়। কয়েকজন অবাঙালি এবং রাজাকারের সহায়তায় পাকবাহিনী ধরে নিয়ে যায় অধ্যাপক সুনীল বরণ চক্রবর্তী, অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী, অধ্যাপক চিত্তরঞ্জন রায়, অধ্যাপক কালাচাদ রায়, কালাচাদের স্ত্রী মঞ্জুশ্রী রায়, অধ্যাপক আবদুর রহমান এবং অধ্যাপক শাহ মাে. সােলায়মানকে পাকিস্তানি সেনাবাহিনী তাদের সবাইকে ধরে নিয়ে যায় রংপুর-বগুড়া মহাসড়কের দমদমা ব্রিজের কাছে। সেখানে নিয়ে পিছমােড়া করে হাত বেঁধে সবাইকে দাঁড় করানাে হয়। এরপর গুলি করে হত্যা করা হয় সবাইকে। সেখানে একটি বধ্যভূমি আছে। শহীদ শিক্ষকদের স্মরণে কারমাইকেল কলেজে স্বাধীনতার ৪১ বছর পর স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা