শাহ আমিন হােসেন
শাহ আমিন হােসেন পেশায় চিকিৎসক ছিলেন এবং চট্টগ্রামে বাস করতেন। চট্টগ্রাম আক্রান্ত হলে তিনি তাঁর পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দেন, কিন্তু নিজে শহরে। থেকে যান। জানা গেছে, ডা. শাহ আমিন হােসেনকে তার বাসা থেকে দুজন সাধারণ পােশাকের লােক এসে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনাে খোঁজ পাওয়া যায়নি। শহীদ ডা. শাহ আমিন হােসেন সম্পর্কে আর কোনাে তথ্য পাওয়া যায়নি। (দ্য ডেইলি স্টার, ১৬ নভেম্বর ২০০৭)।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা