You dont have javascript enabled! Please enable it! শাহ্ আবদুল আজিজ - সংগ্রামের নোটবুক
শাহ্ আবদুল আজিজ
শাহ্ আবদুল আজিজ ১৯২৯ সালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর গ্রামে জন্ম নেন। তার বাবার নাম আমানতুল্লাহ শাহ, মায়ের নাম নূরজাহান। তিন। ভাই ও এক বােনের মধ্যে আজিজ ছিলেন সবার বড়।  আজিজ দিনাজপুর জিলা স্কুল থেকে ১৯৪৬ সালে ম্যাট্রিক পাস করেন। দিনাজপুর সুরেন্দ্র কলেজ থেকে ১৯৪৮ সালে তিনি আই. এসসি, পাস করেন। এরপর ১৯৫৪ সালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এল, এম. এফ. পাস করেন।  শাহ্ আবদুল আজিজ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। তিনি চিরিরবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এবং তৎকালীন বিন্নাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার তত্ত্বাবধানে মুক্তিযােদ্ধাদের গােলাবারুদ বিন্নাকুড়ি ইউনিয়ন পরিষদ অফিসে জমা রাখা হয়েছিল। ১৯৭১ সালের ৬ এপ্রিল একদল পাকিস্তানি সেনা ইসবপুর গ্রামে আবদুল আজিজের বাড়ি ঘেরাও করে। তাদের সহযােগিতা করেছিল জিয়াউল নামের এক স্থানীয় রাজাকার। হানাদারদের উপস্থিতি টের পেয়ে আজিজ লুকিয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন। পাকিস্তানি সেনারা তাকে ধরে নিয়ে যায়। সম্ভবত সেদিনই তাকে হত্যা করা হয়। তার লাশ খুঁজে পাওয়া যায়নি। শহীদ শাহ আবদুল আজিজের স্ত্রীর নাম নুরুন্নাহার বেগম। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে ছিল। শাহ্ আবদুল আজিজ স্মরণে বিন্নাকুড়ি বাজারে একটি ছােট স্মৃতিফলক স্থাপন করা হয়েছিল। কিন্তু এখন আর সেটির অস্তিত্ব নেই।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা