শারফুদ্দিন আহমেদ
শারফুদ্দিন আহমেদের বাবার নাম ডা. লে. কর্নেল মুজিবউদ্দিন আহমেদ এবং তার মায়ের নাম সামসুন নাহার। ছয় ভাই ও দুই বােনের মধ্যে শারফুদ্দিন ছিলেন সবার বড়। শারফুদ্দিন আহমেদ বি, এসসি. ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কৃষি উন্নয়ন। কর্পোরেশনের পূর্বাঞ্চলীয় শাখার সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের অসহযােগ আন্দোলনের সময় তিনি স্বাধীন বাংলার পতাকা বানিয়ে নিজেদের বাসায় উড়িয়ে দেন। তার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ ও রাজশাহী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঘনিষ্ঠ যােগাযােগ ছিল। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ২৫ মার্চের পর থেকে তাঁর বাবা ডা. মুজিবউদ্দিনের নেতৃত্বে রাজশাহীর মুক্তিযােদ্ধারা রাজশাহী শহর মুক্ত রাখতে সক্ষম হন। কিন্তু পাকিস্তানি সেনারা শক্তি বাড়িয়ে এপ্রিল মাসের মাঝামাঝি রাজশাহীতে হামলা চালায়। রাজশাহী দখলে রাখা যখন অসম্ভব হয়ে পড়ে, তখন মুক্তিযােদ্ধারা রাজশাহী ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে থাকেন। ১৯৭১ সালের ২৬ এপ্রিল ডা. লে কর্নেল মুজিবউদ্দিন ২১ জন মুক্তিযােদ্ধাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। শারফুদ্দিনও এ দলে ছিলেন। পথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পাকিস্তানি সেনা ও রাজাকারদের মিলিত বাহিনীর সাথে তাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এ যুদ্ধে ডা. মুজিবউদ্দিন, শারফুদ্দিনসহ ২০ জন শহীদ হন। হাবিলদার মােহসিন বৃষ্টির মধ্যে মৃতের ভান করে মাটিতে পড়ে ছিলেন বলে বেঁচে যান। শহীদ শারফুদ্দিন আহমেদ অবিবাহিত ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা