শফিকুর রহমান ভূইয়া
শফিকুর রহমান ভূইয়ার জন্ম কুমিল্লা জেলার নীলকোট গ্রামে, ১৯৪২ সালের ১ মার্চ। তাঁর বাবার নাম আজিজুর রহমান ভূইয়া। শফিকুর ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম. এ. পাস করেন। এরপর ১৯৬৫ সালের ২৮ আগস্ট তিনি রাঙ্গামাটি কলেজে ইতিহাসের প্রভাষক হিসাবে যােগ দেন। তিনি মূলত ইসলামের ইতিহাস বিষয়ে পড়াতেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন শফিকুর রহমান ভূইয়া। তিনি অবিবাহিত ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা