১৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ কেনেডির ব্যস্ততা ও বাংলাদেশ ত্যাগ
সফররত মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি আজ প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরীর সাথে দেখা করেছেন। এর আগে কেনেডি আদমজীতে অবাঙ্গালীদের অবস্থা দেখতে যান। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে যান। বিকেলে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।