You dont have javascript enabled! Please enable it! রেজাউর রহমান - সংগ্রামের নোটবুক
রেজাউর রহমান
রেজাউর রহমান ১৯৩৬ সালের ১৮ জানুয়ারি ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে জন্ম নেন। মা সফুরা ন খাতুন এবং বাবা মৌলভী মফিজুর রহমানের ১১ ছেলেমেয়ের মধ্যে রেজাউর ছিলেন নবম । তার ডাকনাম ছিল হিমু। রেজাউর রহমান ১৯৫০ সালে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন। ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে দ্বিতীয় বিভাগে আই, এসসি. পাস করার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রথম ও শেষ বর্ষে সরকারি বৃত্তি ও দ্বিতীয় বর্ষে মেধাবৃত্তি পেয়েছিলেন রেজাউর রহমান। তার সম্পর্কে প্রশংসা করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ লিখেছিলেন যে রেজাউর কলেজের সেরা ছাত্রদের একজন হিসাবে নিজেকে প্রমাণ করেছে। ১৯৫৮ সালে তিনি এম. বি. বি, এস, পাস করেন।
শিক্ষাজীবন শেষ করেই ডা. রেজাউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে যােগ দেন। তিনি পাকিস্তানের কলেজ অফ ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস’ থেকে এম, সি, পি, এস, ডিগ্রি নেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদস্য হিসাবে ইতালি, কঙ্গো ও ফ্রান্সে কিছুদিন কাজ করেছেন। ১৯৭১ সালে তিনি এম. আর. সি. পি. ডিগ্রি নেওয়ার জন্য যুক্তরাজ্য যাওয়ার অনুমতি পান। ১৮ এপ্রিল তার বিমানের টিকিট কাটা হয়। এ সময় তার কর্মস্থল ছিল চট্টগ্রাম সেনানিবাসের আর্মি মেডিকেল কোর। তার স্ত্রী সে সময় সন্তানসম্ভবা ছিলেন। এরকমই একটি পরিস্থিতির মধ্যে ১ এপ্রিল ডা. মেজর রেজাউর রহমান নিখোঁজ হয়ে যান। তার আর কোনাে খোজ পরিবারের সদস্যরা পায়নি। শহীদ ডা. রেজাউর রহমানের স্ত্রীর নাম তাহেরা রহমান। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে ছিল।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা