রামরঞ্জন ভট্টাচার্য
রামরঞ্জন ভট্টাচার্য সিলেট বারে আইনজীবী হিসাবে কাজ করতেন। আইনজীবী হিসাবে তিনি যথেষ্ট খ্যাতিমান ছিলেন। শান্ত ও অন্তর্মুখী স্বভাবের রামরঞ্জন থাকতেন। সিলেট শহরের কাষ্টঘর মহল্লায়। তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজার কুলাউড়া উপজেলার নর্তন গ্রামে। ১৯৭১ সালের মার্চে পাকবাহিনী সিলেট শহরে হানা দিলে রামরঞ্জন ভট্টাচার্য নিজের বাড়িতে আটকা পড়েন। পরে মে মাসের প্রথম দিকে তিনি বালাগঞ্জ উপজেলার বুরঙ্গ বাজার ইউনিয়নের পেয়ারপুর গ্রামে গিয়ে আশ্রয় নেন। ২৬ মে একদল পাকিস্তানি সেনা সেখানে হানা দেয়। সেখানকার শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী ও রাজাকার ছয়েকউদ্দীন মাস্টারের নেতৃত্বে গ্রামের মানুষদের বাড়ি থেকে ধরে আনা হয়। সেখানে হিন্দু ও মুসলমানদের আলাদা করে সারি দিয়ে দাঁড় করানাে হয়। এরপর গুলি করে প্রায় ৮০ জন বাঙালি পুরুষকে হত্যা করে পাক হানাদার বাহিনী। এই হত্যাকাণ্ডেই শহীদ হন রামরঞ্জন ভট্টাচার্য। শহীদ রামরঞ্জন ভট্টাচার্যের স্ত্রীর নাম জোৎস্না ভট্টাচার্য। তারা নিঃসন্তান ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা