রাধা গােবিন্দ সাহা
রাধা গােবিন্দ সাহা নরসিংদী সরকারি কলেজের শিক্ষক ছিলেন। ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকিস্তানি সেনারা অধ্যাপক রাধা গােবিন্দ সাহা এবং সরােজকুমার নাথসহ নরসিংদী কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীকে নরসিংদীর টেলিফোন এক্সচেঞ্জ ভবনের সেনা ক্যাম্পে ধরে নিয়ে যায়। জানা যায়, গভীর রাতে নরসিংদী শহরের অদূরে পাঁচদোনা লােহার পুলের কাছে তাদের হত্যা করা হয়। শহীদ রাধা গােবিন্দ সাহা সম্পর্কে আর কোনাে তথ্য পাওয়া যায়নি।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা