রমণীকান্ত নন্দী
রমণীকান্ত নন্দী ১৯১৫ সালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জের মাদাইখাল গ্রামে জন্ম নেন। তাঁর বাবার নাম রজনীকান্ত নন্দী। রমণীকান্ত নন্দী একজন হােমিওপ্যাথ ডাক্তার ছিলেন। তিনি দীর্ঘ ১৮ বছর কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন বহু সমাজসেবামূলক কাজেও তিনি জড়িত ছিলেন। ১৯৭১ সালের ২৭ জুলাই একদল রাজাকার তাঁকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তার ওপর নির্যাতনও চালানাে হয়। পরদিন ২৮ জুলাই তাঁকে পাকবাহিনী গুলি। করে হত্যা করে এবং গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়। শহীদ রমণীকান্ত নন্দী পাচ সন্তানের বাবা ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা