মােহাম্মদ হানিফ
মােহাম্মদ হানিফ ১৯৩৯ সালের ৮ জুন ভােলা জেলার সদর উপজেলার পশ্চিম চরনােয়াবাদ গ্রামে জন্ম নেন। বি. এ. পাস করার পর হানিফ তৎকালীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে যােগ দেন। ১৯৭১ সালে তিনি ব্যাংকের নওগাঁ জেলার আত্রাই শাখায় দায়িত্ব পালন করছিলেন। তিনি তখন সপরিবারে থাকতেন রেলী ব্রাদার্স কলােনি সংলগ্ন বাসায়। মুক্তিযুদ্ধের শুরুতে মােহাম্মদ হানিফ স্থানীয় মুক্তিযােদ্ধাদের সাথে যােগাযােগ করা ও তাদের সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। কিছুদিন পর আত্রাই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী হানা দেয়। ঘটনাক্রমে পাকিস্তানি সেনাদের তৈরি একটি মানচিত্র হানিফের হাতে আসে। ওই মানচিত্রে মুক্তিযােদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র, ক্যাম্প ইত্যাদি অবস্থান চিহ্নিত করা ছিল। মানচিত্র দেখে বােঝা যাচ্ছিল, এসব স্থানে পাকবাহিনী হামলার পরিকল্পনা করছে। মানচিত্র হাতে পেয়ে মােহাম্মদ হানিফ স্থানীয় মুক্তিযােদ্ধা আজিমউদ্দিন খানের কাছে পৌঁছে দেন। এরপর পাকিস্তানি সেনারা মানচিত্রের খোঁজ করতে শুরু করলে হানিফ তাদের সন্দেহের তালিকায় পড়ে যান। তারা হানিফের গতিবিধির ওপর নজর রাখা শুরু করে। বিপদ বুঝতে পেরে হানিফ পরিবারের সদস্যদের সিংসাড়া গ্রামে মকবুল চেয়ারম্যানের বাড়িতে পাঠিয়ে দেন এবং নিজেও বিভিন্ন স্থানে আত্মগােপন করে অফিস করতে থাকেন। ১৯৭১ সালের ২৬ মে তিনি সিংসাড়া গ্রামে আসেন।
ওইদিন রাতে সেখানে অবস্থানরত ৩০-৩৫ জন মুক্তিযােদ্ধার সাথে তিনি বৈঠকও করেন। কিন্তু এ খবর রাজাকারদের মাধ্যমে পাকবাহিনীর কাছে পৌছে যায়। রাত প্রায় পৌনে ৩টার দিকে পাকসেনারা মকবুল চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে। মুক্তিযােদ্ধারা পাকবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে যুদ্ধ শুরু হয়। কিন্তু দীর্ঘক্ষণ যুদ্ধ করার মতাে গােলাবারুদ মুক্তিযােদ্ধাদের ছিল না। এক সময় তারা সবাই ধরা পড়েন। পাকবাহিনী মুক্তিযােদ্ধাদের সবাইকে সারি দিয়ে দাড় করায় এবং গুলি করে হত্যা করে। | মােহাম্মদ হানিফ ও মকবুল চেয়ারম্যানের ছােট ভাই, আত্রাই কলেজ ছাত্র সংসদের তত্ত্বালীন সহ-সভাপতি (ভি, পি.) মুজিবুর রহমানকে পাকবাহিনী নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে। হানিফের পেটে বেয়নেট চার্জ করা হয় এবং তার নাড়িভুড়ি বের করে ফেলা হয়। মুজিবুর রহমানকেও বেয়নেট চার্জ করা হয়, ক্ষতস্থানে লবণ দেওয়া হয় এবং চুলের সাথে দড়ি বেঁধে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। মােহাম্মদ হানিফ বিবাহিত ছিলেন। তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা