You dont have javascript enabled! Please enable it! মােহাম্মদ হজরত আলী - সংগ্রামের নোটবুক
মােহাম্মদ হজরত আলী
মােহাম্মদ হজরত আলীর জন্ম ১৯৩৬ সালে ১ জুন, টাঙ্গাইলের বাসাইলের দাপানাজোর গ্রামে। তার বাবার নাম আবদুল হাকিম সরকার। হজরত আলী ১৯৫১ সালে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি করটিয়া সা’দত কলেজ থেকে ১৯৫৩ সালে আই, এ. এবং ১৯৫৫ সালে বি. এ. পাস করেন। হজরত আলী ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে এম. এ. পাস করেন। ওই বছরের অক্টোবরে তিনি যুক্তিবিদ্যা ও শিশু-মনঃস্তত্ত্বের অধ্যাপক হিসাবে পটুয়াখালী কলেজে যােগ দেন। ১৯৬১ সালে তিনি টাঙ্গাইলের কুমুদিনী কলেজে যােগ দেন। ১৯৬৯ সালে ময়মনসিংহ আনন্দ মােহন কলেজে দর্শন বিভাগের শিক্ষক হিসাবে যােগ দেন। এরপর ১৯৭০ সালে তিনি ই. পি. এস. পদে উন্নীত হন এবং খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয়ে যােগ দেন।  হজরত আলী মনােবিজ্ঞান, দর্শন ও যুক্তিবিজ্ঞানের ওপর কয়েকটি পাঠ্যবই। রচনা করেছেন। তাঁর রচিত কয়েকটি উল্লেখযােগ্য বই হলাে : “A Hand Book of General Philosophy’, সাধারণ দর্শনশাস্ত্র’, ‘যুক্তিবিদ্যা পরিচিতি (অবরােহ) এবং সাধারণ মনােবিজ্ঞান’। হজরত আলী পাকহানাদারদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর হাতে ১৯৭১ সালের ১৮ এপ্রিল শহীদ হন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গিয়েছিলেন। হজরত আলী নিজের গ্রামে একটি জনকল্যাণমূলক ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে ক্লাবটি ‘শহীদ। অধ্যাপক হজরত আলী ক্লাব’ নামে নামকরণ করা হয়েছে।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা