মােহাম্মদ ইলিয়াস
মােহাম্মদ ইলিয়াসের জন্ম আনুমানিক ১৯৪৫ সালে, কক্সবাজার জেলার সদর উপজেলার পােকাখালীতে। তাঁর বাবার নাম হাফেজ মােবারক আলী। ইলিয়াস ছিলেন পরিবারের তৃতীয় সন্তান। বাবার অনিচ্ছা সত্ত্বেও তিনি স্কুল-কলেজে পড়াশােনা করেন। মােহাম্মদ ইলিয়াস স্থানীয় ঈদগাহ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। চট্টগ্রামের আশুতােষ কলেজ থেকে বি. কম, পাসের পর তিনি বি, এড করেন এবং শিক্ষকতায় যােগ দেন। ছাত্রজীবনে ইলিয়াস বামপন্থি ছাত্রসংগঠনের সাথে যুক্ত ছিলেন। শিক্ষাজীবন শেষে ইলিয়াস প্রথমে ঈদগাহ্ হাই স্কুলে শিক্ষক হিসাবে যােগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বামপন্থি রাজনীতির সাথে যুক্ত বলে ইলিয়াসকে সে স্কুলে নেওয়া হয়নি।
পরে তিনি নতুন প্রতিষ্ঠিত উখিয়া হাই স্কুলে যােগ দেন। ১৯৭১ সালে ইলিয়াস উখিয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। পরে তিনি ভাসানী ন্যাপের সাথে যুক্ত হন। ইলিয়াস দীর্ঘদিন কক্সবাজার জেলা ভাসানী ন্যাপের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জানা যায়, ১৯৭১ সালের মে মাসের শুরুর দিকে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী ইলিয়াসকে স্কুল থেকে তুলে নিয়ে যায়। তাকে নেওয়া হয় কক্সবাজার সদর থানায়। তাকে প্রায় এক সপ্তাহ আটক রেখে অত্যাচার করা হয়। পরে পাকবাহিনী তাকে কক্সবাজার সমুদ্রসৈকতে গুলি করে হত্যা করে। ধারণা করা হয়, তার মরদেহ সমুদ্রে ভেসে গেছে। মােহাম্মদ ইলিয়াস বিবাহিত ছিলেন এবং তাঁর একটি মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা