You dont have javascript enabled! Please enable it! মােজাম্মেল হক - সংগ্রামের নোটবুক
মােজাম্মেল হক
মােজাম্মেল হক ছিলেন একজন চিকিৎসক। তিনি পাকিস্তান সরকারের শ্রম অধিদফতরে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ২৭ মে রাজাকার বাহিনীর সহায়তায় পাকসেনারা তাকে তার চেম্বার থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। শহীদ ডা. মােজম্মেল হক সম্পর্কে আর কোনাে তথ্য পাওয়া যায়নি।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা