মাে. সেকান্দর আলী
১৯১৮ সালে কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামে মাে. সেকান্দর আলীর জন্ম। তাঁর বাবার নাম ডা. সুলতান। সেকান্দর আলী ম্যাট্রিক পাস ছিলেন। তিনি রেলওয়ে বিভাগের সি. আই. ডি. বিভাগে কাজ করতেন। তাঁর মৃত্যুর সঠিক তারিখ জানা যায়নি, তবে সেটি ১৯৭১ সালের নভেম্বর মাসের কোনাে একদিনে। শহীদ সেকান্দর আলীর স্ত্রী ও তিন ছেলে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা