মাে, শহর আলী
কিশােরগঞ্জ জেলার চরফরাদী গ্রামে ১৯১৮ সালে মাে, শহর আলীর জন্ম। তাঁর বাবার নাম ডা, সুলতান। শহর আলী ম্যাট্রিক পাস ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান রেলওয়ের সি, আই, ডি, বিভাগে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর সঠিক তারিখ জানা যায়নি। তবে ধারণা করা হয়, সেটি নভেম্বর মাসের কোনাে এক সময়ের ঘটনা। মাে, শহর আলী শহীদ হওয়ার সময় স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা