মাে. মুনসুর আলী মল্লিক
মাে. মুনসুর আলী মল্লিকের জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৪০, ঝিনাইদহ জেলার পার্বতীপুর গ্রামে। তার বাবার নাম আহম্মদ আলী মল্লিক। ম্যাট্রিক পাস করার পর মুনসুর আলী চাকরিতে ঢােকেন। তিনি চট্টগ্রাম অগ্রণী ব্যাংকের হিসাবরক্ষক ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকসেনারা মাে, মুনসুর আলী মল্লিককে ধরে নিয়ে যায় এবং ওই দিনই তিনি শহীদ হন। তিনি ছয় সন্তানের বাবা ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা