You dont have javascript enabled! Please enable it! মাে. খবিরউদ্দিন মিয়া - সংগ্রামের নোটবুক

মাে. খবিরউদ্দিন মিয়া


রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার শামুকখােলা গ্রামে ১৯২৮ সালে মাে. খবিরউদ্দিন মিয়ার জন্ম। তাঁর বাবার নাম মাে. নাজিরউদ্দিন মিয়া। তিনি ১৯৪৫ সালে ম্যাট্রিক পাস করেন এবং ১৯৫৭ সালে শরীরচর্চা বিষয়ে প্রশিক্ষণ নেন। খবিরউদ্দিন ১৯৫৪ সালে বেলগাছি আলিমুজ্জামান উচ্চ বিদ্যালয়ে সাধারণ শিক্ষক হিসাবে যােগ দেন। এরপর ১৯৫৫ সালের জানুয়ারি মাসে তিনি শরীরচর্চার শিক্ষক হিসাবে কাজ শুরু করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ কাজেই ছিলেন। শিক্ষকতার পাশাপাশি খবিরউদ্দিন বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন।  ১৯৭১ সালের ৫ ডিসেম্বর পাংশা থেকে পাকবাহিনী তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনাে খোঁজ পাওয়া যায়নি। নিহত হওয়ার সময় তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!