গােলাম সারােয়ার
গােলাম সারােয়ারের জন্ম পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রামে। ছাত্র হিসাবে মেধাবী ছিলেন সারােয়ার। তিনি বর্তমান বুয়েট (তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ) থেকে ১৯৬৯ সালে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি পান। মেধা তালিকায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তাঁর বিশেষ আগ্রহ ছিল শিক্ষকতা করার। কিন্তু প্রশাসনিক জটিলতায় শিক্ষক নিয়ােগ বিলম্বিত হয়। তখন তিনি প্রকৌশলী সংসদ লিমিটেডে প্রকৌশলী হিসাবে যােগ দেন। ১৯৭১ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে গােলাম সারােয়ার অফিস থেকে বেতন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়িতে বাবা-মায়ের খোঁজ নেওয়া এবং তাদের অর্থ সংকট দূর করার জন্যেই তিনি বিপদ মাথায় নিয়ে বাড়ির পথে যাত্রা করেন। যমুনা নদী পার হয়ে হেঁটে গ্রামের পথে রওনা দেন। এরপর তার আর কোনাে খোঁজ পাওয়া যায়নি। গােলাম সারােয়ার বাড়িতে পৌঁছাননি।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা