১৮ জুন ১৯৭১ | ক্ষমতা হস্তান্তরের এখনও সময় হয় নাই – গোলাম আজম
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক গোলাম আজম ঢাকা থেকে লাহোরে পৌছার পর এক সাংবাদিক সম্মেলনে বলেন, ক্ষমতা হস্তান্তরের এখনও সময় হয় নাই।তিনি বলেন ক্ষমতা নেয়ার জন্য একটি জাতীয় পরিষদ থাকা বাঞ্ছনীয় তিনি সাংবাদিকদের বলেন কথায় জাতীয় পরিষদ। তিনি বলেন তিনি ইয়াহিয়ার সাথে দেখা করতে যাচ্ছেন সেখানে তিনি পূর্ব পাকিস্তান এর সমস্যা সমাধানে কয়েকটি প্রস্তাব রাখবেন। পূর্ব পাকিস্তানিরা অনুভব করেন, তাদের সমানাধিকারকে অস্বীকার করা হয়েছে এবং যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী নয় তারা এই মনোভাবকে কাজে লাগিয়েছে। গোলাম আজম বলেন, শেখ মুজিবুর রহমানের বিচ্ছিন্ন হবার ইচ্ছা আগেই ছিল কিন্তু তিনি কখনো তা উত্থাপন করেননি। তবে ৬-দফা স্বাধীনতার পথ সুগম করে দিত।