You dont have javascript enabled! Please enable it! দিবেশচন্দ্র চৌধুরী - সংগ্রামের নোটবুক
দিবেশচন্দ্র চৌধুরী
দিবেশচন্দ্র চৌধুরীর জন্ম চট্টগ্রাম জেলার শাকপুরা গ্রামে, ১৯৩০ সালের ১ মার্চ। তার বাবার নাম নগেন্দ্র বিজয় চৌধুরী। তিনি বি. এ. পাস করে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন। ১৯৭১ সালে তিনি চট্টগ্রাম পাের্ট ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।  দিবেশচন্দ্র প্রাইমারি ট্রেনিং ও ওয়্যারলেস ট্রেনিং নিয়েছিলেন। ওয়্যারলেস ট্রেনিং থাকার কারণে তিনি তদানীন্তন ই, পি, আর, বাহিনীর সাথে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ২০ এপ্রিল তিনি শহীদ হন। দিবেশচন্দ্র চৌধুরীর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে বেঁচে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা