You dont have javascript enabled! Please enable it!
প্রত্যুষচন্দ্র দাস
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার রাজিবপুর গ্রামে বাংলা ১৩৪১ সনে জন্ম নেন প্রত্যুষচন্দ্র দাস। তার বাবার নাম শহীদ বিপিনচন্দ্র দাস। প্রত্যুষচন্দ্র কিশােরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকে বি. এ. পাস করেন। এরপর ১৯৫৮ সালে তিনি উপ-সহকারী খাদ্য পরিদর্শক পদে ঢাকার সূত্রাপুরে খাদ্য অফিসে। যােগ দেন। ১৯৭১ সালে তিনি ময়মনসিংহ সি, এস, ডি,তে সহকারী খাদ্য পরিদর্শক হিসাবে কাজ করছিলেন। প্রত্যুষচন্দ্র মনেপ্রাণে একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্যে তিনি আজীবন চেষ্টা করেছেন।  শহীদ প্রত্যুষচন্দ্র দাসের মৃত্যু সম্পর্কে জানা যায়, ১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বর রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাকে ধরে নিয়ে যায়। সেই সঙ্গে তার বাবা বিপিনচন্দ্র দাসকেও ধরে নিয়ে যায়। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া থানার সান্ধিকোনা ইউনিয়নের বঙ্গানিয়া ব্রিজের নিচে তাদের দুজনকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যুষচন্দ্রের বিয়ে হয় ১৪ অগ্রহায়ণ ১৩৬৫। মৃত্যুর সময় দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!