You dont have javascript enabled! Please enable it! মাখন লাল দাস - সংগ্রামের নোটবুক
মাখন লাল দাস
মাখন লাল দাস ছিলেন পিরােজপুর জেলার মঠবাড়িয়ার কালেক্টরেট অফিসার। মুক্তিযুদ্ধ শুরু হলে তিন তার পক্ষে অবস্থান নেন ও মুক্তিযােদ্ধাদের সহায়তা দেন। মঠবাড়িয়ায় পাকবাহিনীরা আসলে তিনি আত্মগােপনে চলে যান। এ খবর জানত তার অফিসের হিসাবরক্ষক আনসার মিয়া। আনসার মিয়াই মাখন লাল দাসকে পাকসেনাদের কাছে ধরিয়ে দেয়।  ৭ জুন সকাল আনুমানিক ১১টায় দড়ি দিয়ে পিঠমােড়া করে হাত বেঁধে মাখন লাল দাস এবং ললিত কুমাল বলকে টি. অ্যান্ড, টি অফিসের সামনের সড়কে নিয়ে আসে পাকসেনারা। রাস্তার পাশে ডােবার ধারে তাঁদের দুজনকে দাঁড় করানাে হয়। এমন সময় কালু পাগল নামের একজন সেখানে আসলে রাজাকাররা তাকেও বেঁধে এনে ওই দুজনের সাথে দাড় করায়। পাকসেনারা তিনজনকে একসঙ্গে গুলি করে হত্যা করে লাশ ফেলে দেয় রাস্তার পাশের ডােবায়। শহীদ মাখন লাল দাস সম্পর্কে আর কোনাে তথ্য পাওয়া যায়নি।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা