প্রভাস কুমার বড়ুয়া
প্রভাস কুমার বড়ুয়া ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের উপ-সহকারী প্রকৌশলী। মুক্তিযুদ্ধে প্রভাস কুমার বড়ুয়া শহীদ হন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘স্মরণসহ বিভিন্ন স্থানে তার নাম উকীর্ণ আছে। বিশ্ববিদ্যালয় জাদুঘরে সংরক্ষিত ১৫ শহীদের তালিকাতেও শহীদ প্রভাস কুমার বড়ুয়ার নাম আছে। কিন্তু নামের বাইরে তার সম্পর্কে কোনাে তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও নেই বলে জানা গেছে।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা