You dont have javascript enabled! Please enable it! 1971.03.31 | ইন্দিরা কংগ্রেসের ১০ জন স্বেচ্ছাসেবক নয়াদিল্লীর পাকিস্তান হাইকমিশনের সামনে অনশন করে প্রতিবাদ জানান | কালান্তর - সংগ্রামের নোটবুক

অনশন

ইউএনআইয়ের আর একটি সংবাদে জানা গেল, ইন্দিরা কংগ্রেসের ১০ জন স্বেচ্ছাসেবক আজ নয়াদিল্লীর পাকিস্তান হাইকমিশনের সামনে পর্যায়ক্রমে অনশন করে প্রতিবাদ জানান। তারা জঙ্গীশাসক ইয়াহিয়া খানের কুশপুত্তলিকা দাহ করে। যে সমস্ত শিশু ও নারী পূর্ব বাঙলার জঙ্গী শাসকদের নৃশংসতার বলি হয়েছেন তাদের জন্য সেবামূলক কাজ করার ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রীয় সমাজকল্যাণ বাের্ডের কর্মীরা আজ তাদের বার্ষিক সভায় একটি প্রস্তাব গ্রহণ করেছেন। নয়াদিল্লীতে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলি সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজকল্যাণ বাের্ডের কর্মীরা তাদের কথা শক্তি নিয়ােগে প্রস্তুত আছে।
দিল্লী অখিল ভারত বিদ্যার্থী পরিষদও আজ বাঙলাদেশে গণহত্যার নিন্দা করে এবং সে দেশের স্বাধীন। সরকারকে স্বীকৃতি দানের দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে।

সূত্র: কালান্তর, ৩১.৩.১৯৭১