বিবৃতি দিতে পারেন
জাতিসংঘ, ২৯ মার্চ (এ,পি) জাতিসংঘের সাধারণ সম্পাদক উ-থান্ট “উপযুক্ত মুহূর্তে” পূর্ব পাকিস্তান সম্পর্কে একটি বিবৃতি দিতে পারেন। দপ্তরের জনৈক মুখপাত্র জানান যে, শ্রী উ-থান্ট পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান সরকারের সঙ্গে যােগাযােগ রাখছেন।
তাছাড়াও জাতিসংঘ দপ্তর পূর্ব পাকিস্তানের ঘটনাবলী সতর্কতার সঙ্গে অনুধাবন করছেন। দপ্তরের জনৈক মুখপাত্র জানান, পূর্ব পাকিস্তান যদি জাতিসংঘের সদস্য পদের আবেদন করে তবে তার আইনগত পরিস্থিতি কি হতে পারে সে বিষয়ে জাতিসংঘের আইন বিষয়ক পরামর্শদাতা কয়েকদিন ধরে বিবেচনা করছেন।
সূত্র: কালান্তর, ৩১.৩.১৯৭১