You dont have javascript enabled! Please enable it!

১৪ জুন ১৯৭১ জেনারেল নিয়াজি
পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার লে জেনারেল নিয়াজি উত্তারঞ্চল সফরে গিয়াছেন। তিনি প্রথমে নাটোর সেনানিবাস যান। সেখান থেকে রংপুর ঠাকুরগাঁও সৈয়দপুর ও ঠাকুরগাঁও যান। এসব অঞ্চলে তিনি সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে বৈঠক করেন এবং জওয়ানদের খোঁজখবর নেন। তাহাকে জানানো হয় এই অঞ্চলে দুষ্কৃতিকারীদের তেমন উৎপাত নাই। ব্রিজ সহ সরকারী সম্পত্তি পাহারা জোরদার করার জন্য তিনি সকল্ কে নির্দেশ দিয়াছেন।