You dont have javascript enabled! Please enable it! খালেদ রশীদ - সংগ্রামের নোটবুক
খালেদ রশীদ
১৯৩৪ সালে বর্তমান সিরাজগঞ্জ জেলার যমুনার তীরবর্তী শহরতলীতে জন্ম নেন খালেদ রশীদ।  বিশ্ববিদ্যালয়ের শেষ ডিগ্রি লাভ করে খুলনার মহিলা মহাবিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন। মহাবিদ্যালয়টি সরকারি হওয়ার সাথে সাথেই তিনি ওই মহাবিদ্যালয় পরিত্যাগ করে জড়িয়ে পড়েন খুলনার প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে। দেশের অন্যতম খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘সন্দীপন’-এর দায়িত্বভার নেওয়াসহ ‘সেতু’ পত্রিকা সম্পাদনার কাজ এ সময়ে তিনি করেছেন। তাঁরই প্রচেষ্টায় ১৯৬৯ সালে সুন্দরবন মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলেজ ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের আগস্ট মাসে খুলনার ডুমুরিয়ায় খালেদ রশীদ শহীদ হন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা